সকাল বেলা
- মোঃ নাসির উদ্দীন - সেকাল

ভোর হলো
দোর খোলো
পাখিরা ডাকেরে,
শিশু উঠে
ডাক শুনে
প্রভুর শুকরে।

দোয়েল ডাকে
কাক ডাকে
ডাকে কত পাখি,
মোরগ ডাকে
উষা দেখে
তোমায় ধ্যানে রাখি।

পুব আকাশে
লালিমা রং
মানুষ চেয়ে দেখে
যলদী চলে
শুকর করে
তোমার মনে রেখে।

মার্চ ২৭, ২০২০ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৩-২০২০ ২৩:১১ মিঃ

লেখা পড়ে ভালো লেগেছে।